বাংলাদেশে বন্ধ হচ্ছে না পাবজি!

বাংলাদেশের তরুণ সমাজ পাবজি গেম খেলার ফলে নেতিবাচকভাবে আসক্ত হচ্ছে, এমন সন্দেহে গত কয়েক মাস ধরে পাবজি বন্ধের আলোচনা চলছিল। পাবজির পাশাপাশি কল অব ডিউটি, রেডিট, পাবজি লাইট গেমটিও সম্প্রতি বন্ধ করা হয়। তবে শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, পাবজি ব্যবহারকারী যারা এটি ব্লক করায় নাখোশ ছিলেন, তারা জেনে খুশি হবেন যে এটি আর ব্লক করা নেই। মুহূর্তের মধ্যেই তার স্ট্যাটাসে এক হাজারের বেশি প্রতিক্রিয়া ও হু হু করে স্ট্যাটাসটি শেয়ার হতে থাকে। পাবজি বন্ধ নিয়ে বিকেল থেকে ব্যাপক আলোচনার পর গেমটি চালু হওয়ায় দুই ধরনেরই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এতে সন্তুষ্ট হয়েছেন, আবার অনেকেই হয়েছেন অসন্তুষ্ট।

Post a Comment

0 Comments