ভারতের যে ৮ বিখ্যাত তারকা হিন্দু থেকে মুসলিম হয়েছেন

বলিউডের বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। এদের কেউ হয়েছেন ভালোলাগা থেকে। আবার কেউ গ্রহণ করেছেন নিজের প্রেমের সম্পর্কের পরিণতি ঘটাতে। সেসব ধর্মান্তরিত তারকাদের নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন_
১) এ আর রহমান
ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালকদের একজন অস্কারজয়ী আর-রহমান। সংগীত জগতে সারা বিশ্বের কাছে এক নামেই পরিচিত তিনি। ক্যারিয়ারের শুরুতে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তার পূর্বের নাম ছিল এ এস দিলীপ কুমার। সুফি সঙ্গীতের প্রেরণা থেকেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। এ আর রহমান ১৯৮৪ সালে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। দিলীপ কুমার থেকে ‘আল্লা রাখা রহমান’ অর্থাৎ এ আর রহমানের পরিণত হন।
২) ধর্মেন্দ্র-হেমা মালিনী
৭০ এর দশকের সবচেয়ে সফল বলিউড তারকা যুগল ধর্মেন্দ্র-হেমা মালিনী। হেমার জন্ম একটি হিন্দু তামিল পরিবারে। প্রেমিক ধর্মেন্দ্রও হিন্দু ছিলেন, কিন্তু তাদের সম্পর্ক বিবাহে রূপ নিতে পারছিল না। কেননা ধর্মেন্দ্র ছিলেন বিবাহিত। ধর্মেন্দ্রর প্রথম বিয়ে করা স্ত্রীর নাম ছিল প্রকাশ কর। হিন্দু শাস্ত্রমতে প্রথম স্ত্রী জীবিত থাকতে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না। তাই বিয়ের জন্য তাদের সামনে একটি পথই খোলা ছিল, আর সেটি হলো ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়া। ধর্মেন্দ্র-হেমা করলেনও তাই, দুজনে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
৩) মমতা কুলকার্নি
নব্বইয়ের দশকের বেশ কয়েকটি হিন্দি সুপার হিট ছবির নায়িকা মমতা কুলকার্নি। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যও দ্যুর্তি ছড়িয়েছে। মমতা কুলকার্নি হঠাৎ করে পর্দা থেকে উধাও হয়ে যান। পরবর্তীতে কারণ হিসেবে দেখা গেছে ২০১৩ সালে মমতা মুসলিম প্রেমিককে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে স্বামীকে নিয়ে কেনিয়ার নাইরোবিতে বসবাস করছেন তিনি।
৪) শর্মিলা ঠাকুর
বলিউডের স্বনামধন্য অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। অভিনয়ে অসামান্য অবদানের জন্য ২০১৩ সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন এ অভিনেত্রী। প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই ধর্ম পরিবর্তনের পথ বেছে নেন এ অভিনেত্রী। হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি বিখ্যাত ক্রিকেটার মনসুর আলী খান পতৌদিকে বিয়ে করেন।
৫) অমৃতা সিং
জন্মসূত্রে শিখ ধর্মের অনুসারী ছিলেন বলিউড অভিনেত্রী অমৃতা সিং। ১৯৮৩ সালে ‘বেতাব’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর অভিনীত ‘সানি’ ‘মারদ’ ‘সাহেব’ ছবিগুলো দারুণ ব্যবসা সফল হয়। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন।
৬) হ্যান্স রাজ হ্যান্স
জনপ্রিয় ভারতীয় গায়ক হ্যান্স রাজ হ্যান্স। হিন্দু ধর্মের হলেও নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। মূলত সুফি সংগীতের প্রতি আকৃষ্টতা থেকেই ইসলাম ধর্মের প্রতি দুর্বলতা তৈরি হয় তার। পরবর্তীতে ইসলামের ইতিহাসের ওপর ব্যাপক পড়াশোনা করেন তিনি। ধর্ম পরিবর্তনের পর মদিনা সফরের পরিকল্পনা করেছেন বলেও জানা গেছে। উল্লেখ্য ‘আজা নাচলে’ ‘দিল টুটে টুটে’ প্রভৃতি জনপ্রিয় গানের গায়ক হ্যান্স রাজ হ্যান্স।
৭) জুভান শংকর রাজা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী ইলাইয়া রাজার পুত্র শংকর রাজা। কিন্তু শুধু পিতার নামেই পরিচিত নন জুভান। একজন কমবয়সী গীতিকার হিসেবে তার খ্যাতি বিশ্বজুড়ে। মাত্র ১৬ বছর বয়সেই প্রথম গানের কম্পোজ করেন তিনি। ইলাইয়া রাজা ছিলেন কট্টর হিন্দু। মূলত কোরআন পড়ে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম চর্চা শুরু করেন। পারিবারিকভাবে তার ধর্ম পরিবর্তনের বিষয়টি মেনে না নিলেও তিনি মুসলিম ধর্মে পথই বেছে নিয়েছেন।
৮) আয়েশা টাকিয়া
বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী আয়েশা টাকিয়া। পারিবারিকভাবে ভিন্নধর্মের বেড়ে উঠেছেন এ অভিনেত্রী। তার বাবা ছিলেন হিন্দু, আর মা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান। হিন্দু হয়েও আয়েশা টাকিয়া দীর্ঘসময় প্রেম করেছেন মুসলিম প্রেমিক ফারহান আজমির সঙ্গে। পরবর্তীতে ২০০৯ সালে ওই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন আয়েশা টাকিয়া। যদিও তিনি কখনোই ধর্মান্তরের বিষয়টি প্রকাশ করেননি, তবে তার ধর্মান্তরিত হওয়ার বিষয়ে যতেষ্ট প্রমাণ পাওয়া গেছে। মিকাইল আজমি নামে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে।

Post a Comment

0 Comments