সাকিব আল রোমান : ২০১৭ সালে অনলাইন মাধ্যমে নিজের বিজনেস শুরু করা রমণী এখন একটা শো রুম দিয়েছে মানিকগঞ্জে। তার ভাবনায় কমদামে ভাল মানের জিনিস সকলের মাঝে তুলে ধরা।
জয় মহুয়ার শো-রুমের ১০শতাংশ লাভ অসহায় মানুষের সাহায্যে ব্যয় করা হয়। বন্যা কবলিত মানুষের পাশেও দাঁড়ায় মৌমাছি শপিং জোন। সম্প্রতি বন্যায় কবলিত প্রায় ৮০পরিবারের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছে তার প্রতিষ্ঠান।
মৌমাছি শপিং জোন এর সিউও জানান, প্রথমে আমি অনলাইন মাধ্যমে নিজের বিজনেস শুরু করি ২০১৭ সালে। ইনশাআল্লাহ এখন আমার একটা শো রুম আছে মানিকগঞ্জে।
তিনি আরও জানান, আমার ব্যবসার মূল বিশেষত্ব হল আমি কমদামে ভাল মানের জিনিস সকলের মাঝে তুলে ধরা। আমার সকল জিনিস মান সম্মত। আমার শো রুমে মেয়েদের রেডিমেড থ্রি পিচ, ওয়ান পিচ, গাউন, জুয়েলারি, কসমেটিকস পাওয়া যায়।
ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এই উদ্যোক্তা বলেন, ভবিষ্যতে আরোও ইউনিক কালেকশন রাখার পরিকল্পনা আছে। আমার শো রুমের ১০% লাভ আমি অসহায় মানুষের সাহায্যের জন্য ব্যয় করি। আগস্টের ২ তারিখ বন্যা কবলিত মানুষের মাঝে এান বিতরণ করা হয়। প্রায় ৮০ জন পরিবারের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি।
ইনশাআল্লাহ অনেক গুলা আউটলেট দেয়ার ইচ্ছে আছে। সবাই দোয়া করবেন। মৌমাছিকে অনেক দূর নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। তাহলে বলাই যায়, সবাই যখন বাতির শহরে প্রতিষ্ঠিত হতে চায় তখন যেহেতু মহুয়া মানিকগঞ্জের প্রেমে পরে আছে তবে তার ভালোবাসা মানিকগঞ্জ।
জয় মহুয়ার শো-রুমের ১০শতাংশ লাভ অসহায় মানুষের সাহায্যে ব্যয় করা হয়। বন্যা কবলিত মানুষের পাশেও দাঁড়ায় মৌমাছি শপিং জোন। সম্প্রতি বন্যায় কবলিত প্রায় ৮০পরিবারের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছে তার প্রতিষ্ঠান।
মৌমাছি শপিং জোন এর সিউও জানান, প্রথমে আমি অনলাইন মাধ্যমে নিজের বিজনেস শুরু করি ২০১৭ সালে। ইনশাআল্লাহ এখন আমার একটা শো রুম আছে মানিকগঞ্জে।
তিনি আরও জানান, আমার ব্যবসার মূল বিশেষত্ব হল আমি কমদামে ভাল মানের জিনিস সকলের মাঝে তুলে ধরা। আমার সকল জিনিস মান সম্মত। আমার শো রুমে মেয়েদের রেডিমেড থ্রি পিচ, ওয়ান পিচ, গাউন, জুয়েলারি, কসমেটিকস পাওয়া যায়।
ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এই উদ্যোক্তা বলেন, ভবিষ্যতে আরোও ইউনিক কালেকশন রাখার পরিকল্পনা আছে। আমার শো রুমের ১০% লাভ আমি অসহায় মানুষের সাহায্যের জন্য ব্যয় করি। আগস্টের ২ তারিখ বন্যা কবলিত মানুষের মাঝে এান বিতরণ করা হয়। প্রায় ৮০ জন পরিবারের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি।
ইনশাআল্লাহ অনেক গুলা আউটলেট দেয়ার ইচ্ছে আছে। সবাই দোয়া করবেন। মৌমাছিকে অনেক দূর নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। তাহলে বলাই যায়, সবাই যখন বাতির শহরে প্রতিষ্ঠিত হতে চায় তখন যেহেতু মহুয়া মানিকগঞ্জের প্রেমে পরে আছে তবে তার ভালোবাসা মানিকগঞ্জ।

0 Comments