নিজ আলোকে উদ্ভাসিত হতে চায় ইতি

সাকিব আল রোমান : আধুনিক বিশ্বে পুরুষের পাশাপাশি দাপটের সঙ্গে রাজত্ব করছেন নারীরা। এদের অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন উদ্যোক্তা হিসেবে। গতাণুগতিক চাকরির বাইরে এসে নিজের সৃজনশীলতাকে পুঁজি করে ব্যবসায় নেমেছেন, এমন সাহসী নারী এক-দুজন নয়, অসংখ্য। এর মধ্যে একজন ইতি মণি। ফেসবুকে তাশা’স কালেকশন এর মাধ্যমে নিজের মেধার জানান দিচ্ছেন এই রমণী।

ইতি মণি বলেন, কিশোরী বয়স থেকেই নিজের কিছু করার চিন্তা ছিল। তবে ছিলাম বড্ড এলোমেলো। কিশোরী বয়সে কতকিছুই তো ভাবনায় থাকতো পাশাপাশি শিক্ষকতা করার ইচ্ছেটাও মোটামুটি বেশ ভালোই ছিল। এসএসসি শেষ করেই টিউশনি করে নিজেকে প্রমাণ করতে চেয়েছি।

তিনি আরও বলেন, ততদিনে আমার টিউশনি নেশায় পরিণত। তারপর চিন্তা করলাম অনলাইনে এই তথ্য-প্রযুক্তির যুগে অনেকেই অনেক কিছু করছে। আমিও তো কিছু একটা করতে পারি। আসলে সেখান থেকেই শুরু। প্রথম দিকে কোন পেজ ছিল না। গ্রুপ ব্যবহার করতাম। নতুন কোন আইডিয়া আসলে বা অত্যাধুনিক কিছু তৈরী করতে সক্ষম হলে গ্রুপে সকলের সাথে শেয়ার করতাম। সেখান থেকে প্রায়ই অর্ডার আসতো। পরবর্তিতে জড়িয়ে গেলাম ব্যবসার মায়ায়। কাছের মানুষগুলো নিজস্ব পেজ করার জন্য উজ্জীবীত করে তুলল। তারপর আর কি শুরু করলাম তাশা’স কালেকশন।

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার পেজ নিয়ে অনেক ভাবনা আছে। এই পেজটাকে (তাশা’স কালেকশন) রাঙাবো নিজের স্বপ্নের রংধনূর মত করেই। তাছাড়া অবসর সময়গুলোও কাজে লাগাতে চেয়েছিলাম। নিজের স্বপ্নগুলোকে আঁকতে চাই আলপনার মত করে। যেন আরও রঙিন হয় তাশা’স কালেকশন।

নতুনদের উদ্দ্যেশে তিনি বলেন, নতুন কোন আইডিয়া খুঁজে বের করতে নিজে ঘরে বসে না থেকে বেড়িয়ে পড়ুন। কথা বলে দেখুন আপনার আশে পাশের মানুষের সাথে। তাদের কাছ থেকে শুনে কথা বলে বের হয়ে যাবে নতুন অনেক আইডিয়া। এলাকা ভিত্তিতে একেক যায়গায় ব্যবসা করতে যেয়ে টাকার পরিমাণও একেক ধরণের হয়।তাই বাজেট তৈরি করতে বেশ কিছু অভিজ্ঞ মানুষের পরামর্শ নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।

Post a Comment

0 Comments