যে ১০টি দেশের মেয়েরা অসম্ভব সুন্দরী!

সৃষ্টির সেরা জীব মানুষকে মহান আল্লাহ তায়ালা অসম্ভব সুন্দর করে তৈরি করেছেন। সুন্দর নর-নারী পৃথিবীর সব দেশেই আছে। তবে এটা সত্য যে,আবহাওয়া ও প্রাকৃতিক কারণে কিছু খিছু দেশ ও জাতি অন্যদের চেয়ে ভাগ্যবান, কারণ তাদের দেশের নারীরা অন্যান্য দেশের নারীদের তুলনায় অনেক বেশি সুন্দরী। আজকে আমরা পাঠকদের জানাবো এমন ১০টি দেশের কথা যেসব দেশের নারীরা অসম্ভব রকমের সুন্দরী। তো চলুন জেনে নেওয়া যাক__
১) ব্রাজিল
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের মেয়েরা অসম্ভব সুন্দরী ও আকর্ষণীয় দেহের অধিকারী হয়ে থাকে। আপনি যদি আকর্ষনীয় ফিটনেসের মডেল নারীদের দেখতে চান আপনাকে ব্রাজিলে যেতে হবে। ব্রাজিলেই দেখা পাবেন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের। তাদের সবাই স্বর্ণকেশী, শ্যামাঙ্গিনী। তারা সেক্সি ফিগার, খেলাধিলার জন্য উপযুক্ত ফিটনেস ও আকর্ষনীয় দেহের জন্য পরিচিত।
২) রাশিয়া
সৌন্দর্যের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ার মেয়েরা। টানাটানা চোখ, উজ্জ্বল ত্বক, আকর্ষনীয় উচ্চতা এবং সুন্দর ফিগারের জন্য বিশ্বজুড়ে রাশিয়ার মেয়েদের সুনাম রয়েছে।
৩) ভেনেজুয়েলা
মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় অধিকাংশ বিজয়ীর দেশ ভেনেজুয়েলা। ল্যাটিন আমেরিকার এই দেশটির মেয়েরা সাধারণত লম্বা, উজ্জ্বল ত্বক ও স্লিম শরীরের অধিকারিনী হয়ে থাকে। তাদের আবেদনময়ী চেহারা বিশ্বের যে কোন সৌন্দর্যকে হার মানায়।
৪) আর্জেন্টিনা
আর্জেন্টিনার মেয়েরা সৌন্দর্য সচেতন হিসেবে বিশ্বে সমাদৃত। সর্বদা তারা নিজেদের ত্বক ও চুলের যত্ন নেয়। যাতে তাদের সবচাইতে সুন্দরী দেখায়। আধুনিক ফ্যাশনের সঙ্গে তালমিলিয়ে চলে।
৫) ইন্ডিয়া
আমাদের পার্শবর্তী দেশ ভারতেও রয়েছে অসম্ভব সুন্দরী মেয়েরা। দেশটি থেকে একাধিকবার বিশ্বসুন্দরী নির্বাচিত হয়েছে। সুন্দরী মেয়েদের একটা বড় অংশ ইন্ডিয়াতেই রয়েছে। ইন্ডিয়ার মেয়েরা লম্বা কালো চুল, সুডৌল স্তন, আকর্ষনীয় ফিগারের অধিকারী হয়ে থাকে।
৬) সার্বিয়া
সৌন্দর্যে কোন অংশে কম যায় না ইউরোপের দেশ সার্বিয়ার মেয়েরা। তাদের রয়েছে লম্বা ও সুন্দর স্লিম ফিগার। সবচেয়ে বেশি আকৃষ্ট করে তাদের চোখের সৌন্দর্য।
৭) দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার নারীদের দেখতে নিষ্পাপ তরুণীদের মতো। তাদের ন্যাকা সুলভ সুন্দর চেহারা সহজেই আকৃষ্ট করে। কোরিয়ান মেয়েদের রয়েছে সুন্দর ফর্সা এবং পরিস্কার ত্বক। ঝলমলে কালো চুলের অধিকারী কোরিয়ান মেয়েরা মাঝারি উচ্চতার হয়ে থাকে।
৮) ফ্রান্স
ফ্রেঞ্চ তরুণীরা তাদের আকর্ষনীয় ব্যক্তিত্ব ও ফ্যাশন সচেতনতার জন্য বিখ্যাত। তারা স্বর্ণকেশী, রোমান্টিক ও বেশ বাস্তববুদ্ধি সম্পন্ন। তাদের আবেদনময়ী শরীর সহজেই আকৃষ্ট করে।
৯) ইতালি
অসম্ভব সুন্দরী ইতালির মেয়েরা। তাদের সুন্দর জলপাই পাকা রঙের ত্বক, বাদামী চুল ও আবেদনময়ী দৈহিক গঠন যে কোন পুরুষকে পাগল করে ছাড়ে।
১০) ইউক্রেন
রাশিয়ার প্রতিবেশি দেশ ইউক্রেনের মেয়েরাও সৌন্দর্যে কম যায় না। তারা খুবই সাধারণ চলাফেরা করে। তবে দেখতে বেশ আকর্ষনীয়। ইউক্রেনের মেয়েদের পরিচ্ছন্ন ত্বক ও উচু লম্বা আকর্ষনীয় দেহ সহজেই আকৃষ্ট করে।

Post a Comment

0 Comments