নিজেকে ফিট রাখার কৌশল ফাঁস করলেন কারিনা

একের পর এক ব্লকবাস্টার ছবি রয়েছে তার ঝুলিতে। আবার বিয়ের পর ক্যারিয়ার ও সংসার দুটোই ভালোভাবে সামলাচ্ছেন। তিনি আর কেউ নন, অভিনেতা সাইফ আলী খানের পত্নী ও তৈমুরের মা কারিনা কাপুর খান। সম্প্রতি মা হওয়ার পরও নিজেকে কীভাবে ফিট রেখেছেন সেই কৌশল ফাঁস করেছেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, সন্তান জন্মের পর আর আগের মতো করে নিজেকে ‘স্লিম’ রাখতে পারবেন না কারিনা। তৈমুরের জন্মের পর এমন কানাঘুষো শুরু হয় বলিউড জুড়ে। কিন্তু সব জল্পনাকে উড়িয়ে দিয়ে ‘ভিরে দি ওয়েডিং’-এর সময় কারিনা যখন দর্শকদের সামনে আসেন, তখন তার ক্যারিশ্মায় মুগ্ধ হয়ে যান প্রত্যকে। সবার মনে একটাই প্রশ্ন, মা হওয়ার পর কীভাবে নিজেকে সামলান কারিনা, কীভাবে তরতাজা ও সতেজ রাখেন বেবো? এবার সেই ইঙ্গিতই দিলেন পাতৌদির ছোট বেগম সাহেবা। সম্প্রতি কারিনার শা’রীরি’ক কসরত এবং জিমের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করা হয় তার ফ্যান ক্লাবের তরফে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তৈমুরের মায়ের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে হু হু করে। উল্লেখ্য, রিফিউজি, কাভি খুশি কাভি গাম, যব উই মেট, ভিরে দি ওয়েডিং প্রভৃতি নানা ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন কারিনা। সম্প্রতি তাকে একটি নাচের শোতে বিচারকের আসনে দেখা গেছে।

Post a Comment

0 Comments