সাকিব আল রোমান : আজকাল আমরা সবাই কম বেশি রূপ সচেতন। তাই কর্মজীবী নারী থেকে শুরু করে কলেজ পড়ুয়া মেয়েরাও পার্লারে ঢুঁ দিচ্ছি প্রতি মাসে। বাসায় যদি গায়ে-হলুদ, বিয়ে কিংবা জন্মদিনের উৎসব হয় বাসার ছোট-বড় সবারই ইচ্ছে হয় একটু সাজতে, আর তখনই যেন ঘটে বিপত্তি। এত মানুষ একসাথে পার্লারে যাবেই বা কখন, কাজই বা শেষ হবে কখন! তবে যেকেউ যেকোনো সময় খুব সহজে সেবা পেয়ে যাবেন ইসরাত জাহান একা'র অনুপমা বিউটি সার্ভিস-এ। যেখান থেকে চাইলেই আপনি হোম সার্ভিসের সুবিধা নিতে পারবেন।
'নতুন সময়'-কে ইসরাত জাহান একা বলেন, দেশের পরিস্থিতির দারুণ একটা পরিবর্তন আসছে অনলাইন সার্ভিস মার্কেট এর মাধ্যমে। আমিও ভাবলাম বসে না থেকে যদি সেবায় নিয়োজিত হই অন্তত অলসতা পেয়ে বসবে না। সেখান থেকেই একটু একটু করে স্বপ্নের জাল বুনা শুরু। তারপর ২০১৬ সালের এপ্রিল মাসে 'অনুপমা' (বিউটি সার্ভিস) জন্ম নেয়। পড়াশুনার পাশাপাশি অনলাইন ব্যবসায় তেমন সময় দিতে পারিনি। তাই পেইজের পরিচিতি কম। তবে হাল ছেড়ে দেইনি।
তিনি আরো বলেন, বাঙালি নারী চিরায়ত সুন্দর। কখনো কখনো সেই রূপ-মহিমায় যত্নের পরশ অবশ্য দিতেই হয়। সেজন্যই প্রতিনিয়ত ছোট-বড় নানা উপায়ে চলে সৌন্দর্যের চর্চা। আমি যেমন নিজেকে সাজাতে পছন্দ করি তেমন অন্যদের সাথেও যদি সেই আনন্দটা উপভোগ করে নিতে পারি তবেই আমার সফলতা।
তিনি জানান, কম দামে ভালো প্রোডাক্ট দিয়ে যেকোনো ধরনের পার্লারের সার্ভিস দেয়াই অনুপমা'র মূল টার্গেট। 'অনুপমা' মেয়েদের সুবিধার জন্য হোম সার্ভিসের ব্যবস্থাও রেখেছে।
ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এই রমণী জানান, ভবিষ্যতে 'অনুপমা'-কে একটি পরিপূর্ণরুপে দেখতে চাই। এখন ছোট পরিসরে কাজ করছি, ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই।
'নতুন সময়'-কে ইসরাত জাহান একা বলেন, দেশের পরিস্থিতির দারুণ একটা পরিবর্তন আসছে অনলাইন সার্ভিস মার্কেট এর মাধ্যমে। আমিও ভাবলাম বসে না থেকে যদি সেবায় নিয়োজিত হই অন্তত অলসতা পেয়ে বসবে না। সেখান থেকেই একটু একটু করে স্বপ্নের জাল বুনা শুরু। তারপর ২০১৬ সালের এপ্রিল মাসে 'অনুপমা' (বিউটি সার্ভিস) জন্ম নেয়। পড়াশুনার পাশাপাশি অনলাইন ব্যবসায় তেমন সময় দিতে পারিনি। তাই পেইজের পরিচিতি কম। তবে হাল ছেড়ে দেইনি।
তিনি আরো বলেন, বাঙালি নারী চিরায়ত সুন্দর। কখনো কখনো সেই রূপ-মহিমায় যত্নের পরশ অবশ্য দিতেই হয়। সেজন্যই প্রতিনিয়ত ছোট-বড় নানা উপায়ে চলে সৌন্দর্যের চর্চা। আমি যেমন নিজেকে সাজাতে পছন্দ করি তেমন অন্যদের সাথেও যদি সেই আনন্দটা উপভোগ করে নিতে পারি তবেই আমার সফলতা।
তিনি জানান, কম দামে ভালো প্রোডাক্ট দিয়ে যেকোনো ধরনের পার্লারের সার্ভিস দেয়াই অনুপমা'র মূল টার্গেট। 'অনুপমা' মেয়েদের সুবিধার জন্য হোম সার্ভিসের ব্যবস্থাও রেখেছে।
ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এই রমণী জানান, ভবিষ্যতে 'অনুপমা'-কে একটি পরিপূর্ণরুপে দেখতে চাই। এখন ছোট পরিসরে কাজ করছি, ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই।

0 Comments