বলিউড রাণীদের সৌন্দর্য রহস্য

বলিউড সৌন্দর্যের অধিকারিণীরা কি সাধারণ মানুষের ভীড়ে মিশতে পারেন? পারেন না। কারণ তাদের সৌন্দর্য্য, ব্যক্তিত্ব ও চেহারার গড়ন সবাইকে তাক লাগিয়ে দেয়। তাদের এই মুগ্ধতার পেছনের রহস্য কি?

সৌন্দর্য্যের আধার হলেও তাদের রুপে রয়েছে রহস্য আর সে কারণেই তারা সৌন্দর্য্যের দিক দিয়ে এগিয়ে আছেন। তাদের প্রত্যেকের ফিটনেস এবং সৌন্দর্য্যের গুপ্ত রহস্য হয়ত আমরা অনেকেই জানিনা। যেগুলো তারা প্রতিদিন অনুসরণ করে থাকে। চলুন জেনে নেই আপনার প্রিয় অভিনেত্রীর সৌন্দর্য্যের রহস্য-

ঐশ্বরিয়া রাই বচ্চন:
বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে তিনি একজন। আর তাইতো বিশ্বসুন্দরীর আখ্যায় রাষ্ট্রদূত হয়ে বিশ্ব দরবারে ভারতকে উপস্থাপন করছেন। আপনি কি বিশ্বাস করতে পারেন? সৌন্দর্য্য চর্চায় প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভরশীল এই বিশ্বসুন্দরী। এই বলিউড ডিভা তার রুপচর্চায় ময়দা, মধু এবং টক দইয়ের মিশ্রণে তৈরী একটি প্যাক বেশিরভাগ সময় ব্যবহার করে থাকেন। সেইসঙ্গে প্রতি সপ্তাহে চুলে তেল দেন তিনি। রুপচর্চায় তার প্রিয় প্যাক হলো ‘কউকাম্বার ফেস প্যাক’। যদি আপনি ঔশ্বরিয়ার ন্যায় সৌন্দর্য্য চান তবে অবশ্যই আপনি এই ফেস প্যাকটি মুখে ব্যবহার করবেন। বাড়িতেই আপনি চটজলদি এই প্যাকটি তৈরী করতে পারবেন। এজন্য একটি শশা কুচি করে তার রস বের করে কটন প্যাডের মাধ্যমে পুরো মুখ ও গলায় লাগিয়ে নিনি। এরপর ২০-৩০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

দীপিকা পাড়ুকোন:
রুপের মুগ্ধতা ছড়িয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন এই বলউড অভিনেত্রী। তার রুপের প্রশংসায় সবাই পঞ্চমুখ। তবে তার রুপের রহস্যে রয়েছে তার পরিকল্পনামাফিক খাওয়া-দাওয়া। দীপিকা প্রচুর পানি পান করেন। সেইসঙ্গে তিনি জাঙ্ক ফুড থেকে সবসময় দূরে থাকেন। তবে তিনি সময় পেলেই তার পুরো বডিতে স্পা করান। দীপিকা সিটিএম ব্যবহার করে থাকেন অর্থ্যাৎ (এটি ক্লিনসিং, টোনিং এবং ময়শ্চারাইজ করার জন্য ব্যবহৃত হয়)। সেইসঙ্গে তিনি রাতে বিছানায় যাওয়ার পূর্বে ত্বকে নাইট ক্রিম ব্যবহার করেন এবং সারাদিন এসপিএফ লোশন ব্যবহার করেন।

কারিনা কাপুর খান:
কারিনা কাপুর তার রুপের জাদুতে ভক্তদের মন কেড়েছেন সেই প্রথম থেকেই। এখনও পর্যন্ত তিনি ভক্তদের স্বপ্নের নায়িকা। যদিও তিনি ঈশ্বর প্রদত্ত রুপের অধিকারিণী। তবুও কারিনা তার সৌন্দর্য্য চর্চা করতে পছন্দ করেন। সেই তার চুলে নিয়মিতভাবে অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এবং বাদাম তেল মিশ্রিত হেয়ার অয়েল প্যাক ব্যবহার করেন। অসাধারণ ত্বক আর সৌন্দর্য্যের আধার এই নায়িকা বেশিরভাগ সময় মেকআপ ছাড়া থাকতেই পছন্দ করেন। আপনার প্রিয় এই অভিনেত্রী দিনে অন্তত একবার হলেও তার মুখে মধুর প্যাক মাখেন।

ক্যাটরিনা কাইফ:
বলিউডের আরেক স্টানার ক্যাটরিনা কাইফও তার ত্বককে মেকআপ থেকে দূরে রাখতে পছন্দ করেন। কখনো ভারি মেকআপ করেন না তিনি। শুটিংয়ের দিন বাদে এই বলিউড রাণীর দিনশুরু হয় সানস্ক্রিন লোশন এবং একটি লিপ বাম দিয়ে। এছাড়াও, আপনি তার চুল দেখে ভাববেন সে হয়ত তার চুলের পেছনে কত সময় ব্যয় করেন যার জন্য তার চুল এতোটা শাইনি। আসলে ক্যাটরিনা প্রতিদিন তার চুল পরিষ্কার রাখেন এবং সে তার চুলে এয়ার ড্রাই করতে পছন্দ করেন। মাঝেমধ্যে অবশ্য হেয়ার ম্যাসাজ ও মাস্ক ব্যাবহার করেন। এছাড়াও এই অভিনেত্রী তার ত্বকে বিভিন্ন বিউটি অয়েল ব্যবহার করে থাকেন।

প্রিয়াঙ্কা চোপড়া:
প্রিয়াঙ্কা চোপড়া তার রুপের মাধুরিতে অনন্যা। তার উজ্জ্বল ত্বকের মূলমন্ত্র হলো তিনি কখনো মেক আপ তুলতে এবং সারাদিন প্রচুর পরিমাণে পানি খেতে ভুলেন না। চুলের যত্নে দীপিকা নিয়মিত নারকেল তেল দেন এবং সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলেন। শুটিং ছাড়া দিনটিতে প্রিয়াঙ্কা মেকআপ থেকে নিজেকে দূরে রাখেন। এই বলউড ডিভা তার নিয়মিত রুপচর্চায় অবশ্যই হলুদের গুড়া আর কার্ডের ফেস প্যাক অবশ্যই রাখেন। আপনি কি চান এই ফ্যাস প্যাকটি ব্যবহার করতে? দুই টেবিল চামচ দইয়ের মধ্যে এক চা চামচ হলুদের গুড়া মেশান এবং আপনার মুখে এটি ব্যবহার করুন। ২০-৩০ মিনিট অপেক্ষা করে শুকিয়ে যাওয়ার পর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Post a Comment

0 Comments