সাকিব আল রোমান : সৈয়দা রুমানা ইসলাম লাবনী। ২০১৮ সাল থেকে নিজের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছেন অনলাইন শপে। যার নামকরণ করা হয় 'অলিভিয়া অনলাইন শপ'। তবে, ২০১৮ সাল থেকে শুরু হলেও লাবনীকে থেমে যেতে হয়েছিল। তবে, হার না মানার চ্যালেঞ্জটা লাবণীকে তারা করে প্রতিনিয়ত। ফের অদেখা স্বপ্নগুলো সাজিয়েছেন নিজের মত করে, অপেক্ষা বিজয়ের।
সৈয়দা রুমানা ইসলাম লাবনী বলেন, আমি পেজটা শুরু করতে যাচ্ছি সেপ্টেম্বর থেকেই। মূলত শাড়ি টার্গেট করেই পা বাড়িয়েছি। তবে, আস্তে আস্তে মেয়েদের থ্রী-পিস নিয়ে কাজ করার পরিকল্পনাও আছে। একটা কথা না বললেই নয়, অবশ্যই পণ্যগুলো মান সম্পন্ন ও ক্রেতার পছন্দ অনুযায়ী রাখার চেষ্টা করবো।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই রমণী বলেন, আমাদের দেশে অনলাইনে কেনাকাটা প্রচলন অনেক আগে থেকে শুরু হলেও এখনো তেমন প্রসার ঘটেনি। মূলত পণ্যের প্রচার, প্রসার ও অনলাইন শপিং এর সাথে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর জন্যই অনলাইন শপ গুলো বাজার দরের চেয়ে কম দামে পণ্য বিক্রয় করে। এতে করে অনলাইন শপ মালিকদের সীমিত লাভ থাকলেও তারা অন্তত অনলাইন শপিংএর সাথে মানুষকে অভ্যস্ত করতে সক্ষম হচ্ছে। আমিও চেষ্টা করবো নিজেকে সফল নারী উদ্যোক্তাদের অবস্থানে নিয়ে যেতে।
সৈয়দা রুমানা ইসলাম লাবনী বলেন, আমি পেজটা শুরু করতে যাচ্ছি সেপ্টেম্বর থেকেই। মূলত শাড়ি টার্গেট করেই পা বাড়িয়েছি। তবে, আস্তে আস্তে মেয়েদের থ্রী-পিস নিয়ে কাজ করার পরিকল্পনাও আছে। একটা কথা না বললেই নয়, অবশ্যই পণ্যগুলো মান সম্পন্ন ও ক্রেতার পছন্দ অনুযায়ী রাখার চেষ্টা করবো।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই রমণী বলেন, আমাদের দেশে অনলাইনে কেনাকাটা প্রচলন অনেক আগে থেকে শুরু হলেও এখনো তেমন প্রসার ঘটেনি। মূলত পণ্যের প্রচার, প্রসার ও অনলাইন শপিং এর সাথে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর জন্যই অনলাইন শপ গুলো বাজার দরের চেয়ে কম দামে পণ্য বিক্রয় করে। এতে করে অনলাইন শপ মালিকদের সীমিত লাভ থাকলেও তারা অন্তত অনলাইন শপিংএর সাথে মানুষকে অভ্যস্ত করতে সক্ষম হচ্ছে। আমিও চেষ্টা করবো নিজেকে সফল নারী উদ্যোক্তাদের অবস্থানে নিয়ে যেতে।

0 Comments