নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়ছে মিথিলা

সাকিব আল রোমান : ইভা। ব্যবসায়িক পরিচিতি পেয়েছে মিথিলা নামেই। মেক‌আপ এন্ড ড্রেস ওয়ার্ল্ড, কসমেটিক এন্ড মেকওভার ওয়ার্ল্ড বিডি ও কসমেটিক ওয়ার্ল্ড বিডি নিয়ে স্যোসাল মিডিয়ার ফেসবুকে অনলাইন বিজনেস করছেন এই রমণী।

তিনি জানান, ২০১৩ থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়ছি প্রতিনিয়ত। মা-ছোট বোন ও প্রিয় মানুষ এর অনুপ্রেরণায় স্বপ্ন জয়ের পথে এগিয়ে চলার শুরু। ছোট বেলা আম্মুর মেকআপ নষ্ট করার একটা অভিযোগ ছিল আমার উপর আর আব্বু অনেক নতুন নতুন ড্রেস কিনে দিতো । জ্ঞান হবার পরে মেকআপ ও ড্রেসের শখ থেকেই বিজনেসের শুরু । আর সেই শখটাকেই একটা টাইমে পেশা হিসেবে বেছে নেই । বলতে পারেন সেখান থেকেই যাত্রা শুরু ।

তিনি আরও বলেন, মাত্র তিন হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম আর আজ এই পর্যন্ত আসতে পেরেছি। বর্তমান আমার পেইজ ছাড়াও আমার একটি বড়ো গ্ৰুপ আছে ৩৭ হাজার মেম্বারের। যেটি খোলা হয়েছে শুধু আমার মতো অন্য আপুরাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই টিপস্ দেয়ার জন্য।

ইভা বলেন, আসলে আমি নিজে কিছু করতে চেয়েছি সবসময়। আর আমার এই চাওয়ায় ফ্যামিলি ফুল সাপোর্ট আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার কাজিনরাও আমাকে অনেক সাপোর্ট করেছে। এই সমাজের সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য কিছু করতে চেয়েছি তাই তাদের জন্য সেল গ্ৰুপ খুলে দিয়েছি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিথিলা বলেন, ২০২১-২০২২ সালের মধ্যে আল্লাহ সহায় হলে ইনশাআল্লাহ শো-রুম দিবো । সে পরিকল্পনায় ধীরে ধীরে এগিয়ে চলছি। আরো কিছু পেইজ নিয়ে কাজ করবো । আমার ফ্যামেলির অনেক আছে তবুও ফ্যামেলির সবার জন্য নিজের টাকায় কিছু করতে চাই । বলা যায়, নিজেকে প্রমাণ করতে চাই।

মিথিলার পেজগুলোতে ঘুরে আসতে নিচের লিং-এ ক্লিক করুন :
মেক‌আপ এন্ড ড্রেস ওয়ার্ল্ড, কসমেটিক এন্ড মেক‌আপ ওয়ার্ল্ড বিডিকসমেটিক ওয়ার্ল্ড বিডি

Post a Comment

0 Comments