সাকিব আল রোমান : জোবেদা পলি। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসায় 'মেহেদী আর্ট বিডি' নিয়ে এগিয়ে চলছেন প্রায় দু'বছর যাবৎ। বর্তমানে ভবিষ্যত সফল নারী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এই রমণী।
জোবেদা পলি জানান, 'মেহেদী আর্ট বিডি' এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। আমার সাথে আরো অনেকে কাজ করে একটা টিমের মতো। একটা সময় অনুপ্রেরণা দিয়েছে এঞ্জেল প্রভা ও আফসানা মীর শিথী আপু। তাদের সহযোগীতায় অনলাইনে পরিচিত হওয়া এবং সফল হওয়ার লড়াই শুরু হয়। সম্প্রতি তিনি 'ড্রেসিং টেবিল'-এর স্পন্সর হয়েছেন।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকে কলম দিয়ে মেহেদির ডিজাইন আর্ট করতাম। কারন, তখন মেহেদি কিভাবে ধরে দিতে হবে তা বুঝতাম না। ধীরে ধীরে মেহেদি ধরা শিখলাম। সব ডিজাইন নিজের মতো করে দিতে পছন্দ করি। আর ক্লাইন্টদের হাত রাঙাতে আমার খুব ভাল লাগে। আগে শখের কারনে মেহেদি দিতাম আর এখন এটাকেই প্রোফেশন করে নিয়েছি।
তিনি জানান, 'মেহেদী আর্ট বিডি'-কে নিয়ে বহুদূর যেতে চাই। রমণীদের হাত রাঙানোর পাশাপাশি যেন জীবনটাও রঙিণ হয়ে ওঠে এই প্লাটফর্ম থেকে সেজন্য চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। আমার লক্ষ্য নতুন তরুনীদের কাজের সুযোগ করে দেয়া।
জোবেদা পলি জানান, 'মেহেদী আর্ট বিডি' এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। আমার সাথে আরো অনেকে কাজ করে একটা টিমের মতো। একটা সময় অনুপ্রেরণা দিয়েছে এঞ্জেল প্রভা ও আফসানা মীর শিথী আপু। তাদের সহযোগীতায় অনলাইনে পরিচিত হওয়া এবং সফল হওয়ার লড়াই শুরু হয়। সম্প্রতি তিনি 'ড্রেসিং টেবিল'-এর স্পন্সর হয়েছেন।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকে কলম দিয়ে মেহেদির ডিজাইন আর্ট করতাম। কারন, তখন মেহেদি কিভাবে ধরে দিতে হবে তা বুঝতাম না। ধীরে ধীরে মেহেদি ধরা শিখলাম। সব ডিজাইন নিজের মতো করে দিতে পছন্দ করি। আর ক্লাইন্টদের হাত রাঙাতে আমার খুব ভাল লাগে। আগে শখের কারনে মেহেদি দিতাম আর এখন এটাকেই প্রোফেশন করে নিয়েছি।
তিনি জানান, 'মেহেদী আর্ট বিডি'-কে নিয়ে বহুদূর যেতে চাই। রমণীদের হাত রাঙানোর পাশাপাশি যেন জীবনটাও রঙিণ হয়ে ওঠে এই প্লাটফর্ম থেকে সেজন্য চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। আমার লক্ষ্য নতুন তরুনীদের কাজের সুযোগ করে দেয়া।

0 Comments