সততাই যার মূলধন

সাকিব আল রোমান : ফাতেমা তুজ যোহরা রশিদ। শখের বশেই ফেসবুকে পেজ খুলেন ২০১৬ সালে সেপ্টেম্বর মাস এর ২ তারিখ। তখন থেকেই শুরু স্বপ্ন দেখা। নামকরণ করেছিলেন 'টুশি কালেকশন'। প্রথমে হিজাব পিন আর কসমেটিক আইটেম দিয়ে শুরু করলেও ক্র্যাফটিং এর উপর ভালবাসা থেকে হ্যান্ড ক্র্যাফটিং এর ডিজাইন করা জুয়েলারি নিয়ে কাজ শুরু করেছেন।

ফাতেমা তুজ যোহরা রশিদ বলেন, আমার ইচ্ছে ইউনিক ডিজাইন এর জুয়েলারি রিজনেবেল প্রাইস এ সবার কাছে পৌঁছে দেয়া। এখন অবশ্য কসমেটিক, ব্যাগ, হোম ডেকোর প্রোডাক্ট জুয়েলারি এই সবই এখন আমার টুশি কালেকশন পেজ এ পাওয়া যায়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আরো ইউনিক কালেকশন রাখার পরিকল্পনা আছে। টুশি কালেকশন পেজ ইউনিক ডিজাইন এর জুয়েলারি কালেকশন এর বেস্ট উদাহরণ হতে পারে। ইনশাআল্লাহ ।


ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি জানান, নিজে কিছু করে দেখানোর চ্যালেঞ্জ দিয়েছি নিজেকে। চেষ্টা করছি প্রতিনিয়ত। আমার পুঁজি কম, বিজ্ঞাপনের ক্ষেত্র থেকেও বেশ দূরে থাকি। তবে আমার সবচেয়ে বড় মূলধন মানসম্মত প্রোডাক্ট। আর এই সুনামটাকে অক্ষুণ্ন রাখতে চাই আমি।

Post a Comment

0 Comments