সাকিব আল রোমান : রিয়া খান। বিউটি বাস্কেট বাই রিয়া খান নিয়ে ২০১৮ সালের জুলাই মাস থেকে অনলাইনে নারী উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রতি কথা হয় তার সাথে।
রিয়া সেন্ট্রাল উমেন্স ইউনিভার্সিটি এর ইংলিশ ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী। পড়াশোনাই মূল টার্গেট। তবুও চেষ্টা নিজেকে প্রতিষ্ঠিত করার। অনলাইন বুটিক্সটা স্বপ্ন হয়ে গেছে তার।
রিয়া খান জানান, আমি আমার সবকিছুতেই বাবাকে পাশে পেয়েছি। দুঃখজনক হলো আমার মাথার উপরে থাকা ছায়াটা আমায় ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। তবে তার বলে দাওয়া কথা ও দিকনির্দেশনা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্বপ্ন জয়ের পথে। আমি মনে করি, আমি জীবনে যতবড়ই হইনা কেন তার সবটুকু কৃতিত্ব আমার বাবার পাওনা। ছিল বড় বোনের সহযোগীতা ও সমর্থনও। মা সমর্থন দেয়াতে আমার চলার পথটি আরও গতি পেয়েছে।
তিনি আরও বলেন, তবুও একটা মানুষ আছে যাকে না পেলে হয়তো পিছিয়ে যাবার ঘটনাও ঘটতে পারতো। বর্তমান আমার অনলাইন-এ ব্যবসা খুব ভালো রেসপন্স পাচ্ছে। শুরুর থেকে অনেককিছু দেখছি এবং শিখছি। আমার প্রথম লক্ষ্য ছিল একটা পরিচয় তৈরী করবো। আমি শুরু করেছি শেষ নয়। আমাকে আরও এগিয়ে যেতে হবে। কেননা, আমার লক্ষ বহুদূর।
রিয়া জানান, আমার খুব ভালো লাগে যখন একজন ক্রেতা বলে তার ভালো লেগেছে। যখন কেউ বলে তুমি খুব হেল্পফুল। এই ব্যবসায় এসে অনেক বাঁধা বিপত্তি দেখেছি কিন্তু এখন সবকিছু ওভারলুক করি। আমি মনে করি আমি সঠিক পথেই হাটছি। আমার নিজের উপর আমার আত্মবিশ্বাস আছে আমি পারবো। বলা যায়, আস্থার জায়গাটা হারায়নি।
রিয়া সেন্ট্রাল উমেন্স ইউনিভার্সিটি এর ইংলিশ ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী। পড়াশোনাই মূল টার্গেট। তবুও চেষ্টা নিজেকে প্রতিষ্ঠিত করার। অনলাইন বুটিক্সটা স্বপ্ন হয়ে গেছে তার।
রিয়া খান জানান, আমি আমার সবকিছুতেই বাবাকে পাশে পেয়েছি। দুঃখজনক হলো আমার মাথার উপরে থাকা ছায়াটা আমায় ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। তবে তার বলে দাওয়া কথা ও দিকনির্দেশনা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্বপ্ন জয়ের পথে। আমি মনে করি, আমি জীবনে যতবড়ই হইনা কেন তার সবটুকু কৃতিত্ব আমার বাবার পাওনা। ছিল বড় বোনের সহযোগীতা ও সমর্থনও। মা সমর্থন দেয়াতে আমার চলার পথটি আরও গতি পেয়েছে।
তিনি আরও বলেন, তবুও একটা মানুষ আছে যাকে না পেলে হয়তো পিছিয়ে যাবার ঘটনাও ঘটতে পারতো। বর্তমান আমার অনলাইন-এ ব্যবসা খুব ভালো রেসপন্স পাচ্ছে। শুরুর থেকে অনেককিছু দেখছি এবং শিখছি। আমার প্রথম লক্ষ্য ছিল একটা পরিচয় তৈরী করবো। আমি শুরু করেছি শেষ নয়। আমাকে আরও এগিয়ে যেতে হবে। কেননা, আমার লক্ষ বহুদূর।
রিয়া জানান, আমার খুব ভালো লাগে যখন একজন ক্রেতা বলে তার ভালো লেগেছে। যখন কেউ বলে তুমি খুব হেল্পফুল। এই ব্যবসায় এসে অনেক বাঁধা বিপত্তি দেখেছি কিন্তু এখন সবকিছু ওভারলুক করি। আমি মনে করি আমি সঠিক পথেই হাটছি। আমার নিজের উপর আমার আত্মবিশ্বাস আছে আমি পারবো। বলা যায়, আস্থার জায়গাটা হারায়নি।
0 Comments