সাকিব আল রোমান : আমাদের অনেক অনলাইন ব্যবসা উদ্যোক্তাই দারুণ সফলতা পেয়েছে। সেই সাথে, দ্রুত প্রসারিত হচ্ছে এই ধরণের ব্যবসা। মানুষ এখন দোকানে দোকানে গিয়ে জিনিস-পত্র কেনার থেকে ঘরে বসে পেতেই বেশি পছন্দ করছে। তাছাড়া, জীবনযাত্রায় যে পরিবর্তণ আসছে, তাতে এখন আর ট্র্যাডিশনাল বিজনেসে নতুন করে সফলতা পাওয়া অনেকের জন্যেই কঠিন হয়ে যাচ্ছে। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একজন তরুন উদ্যোক্তার সঙ্গে। যার যাত্রা শুরু হয় ২০১৭ সালে। তিনি সম্প্রতি কথা বলেছেন এই প্রতিবেদকের সাথে।
শাহ আওরঙ্গজেবা নূর বিদৌরা। কোহ্-ই-নূর ওম্যান্স জোন এ্যন্ড শাড়ি'স বাই কোহ্-ই-নূর এর সিইও। মূলত অনলাইন ভিত্তিক ইমপোর্টেড বিজনেস করে থাকেন। ইন্ডিয়ান সব এক্সক্লুসিভ ড্রেস, শাড়ী, জুয়েলারির সমাহার রয়েছে এই পেজে।
শাহ আওরঙ্গজেবা নূর বিদৌরা বলেন, এক্সক্লুসিভ এবং ব্র্যান্ডেড আইটেমগুলো ক্রেতার কাছে খুবই স্বল্প দামে এনে দেয়াটাই মূল লক্ষ্য। পাকিস্তানী ড্রেসগুলো ও কোয়ালিটি সম্পন্নভাবে এনে দেয়ার চেষ্টা করছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধীরে ধীরে হলেও ক্রেতার বিশ্বাসটা অর্জন করতে পারছি।
তিনি বলেন, বেশ কিছু প্রবাসী বাঙালি রেগুলার ক্রেতা আছেন, যারা নিজেরাই হোয়াটসঅ্যাপ-এ গ্রুপ খুলে আমাকে অ্যাড করে নিজেদের চাহিদা অনুযায়ী কালেকশন দেখছেন এবং ক্রয় করছেন। এভাবেই দেশের গন্ডির বাইরেও ক্রেতাদের চাহিদা পূরণে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ।
এই সিইও জানান, যারা নতুন বিসনেস করতে কাছে অথবা ছোট বুটিক হাউস দিয়ে শুরু করতে কাছে, তাদের কেও হোলসেল এ খুবই সামান্য প্রফিট এ প্রোডাক্টস এনে দেয়ার চেষ্টা করছি। যাতে ছোট করে হলেও তারা শুরু করতে পারেন এবং নিজের পায়ে দাঁড়াতে পারেন।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আকাশ ছোয়া। খরগোশের মতো নয়, কচ্ছপের গতিতে, কিন্তু প্রকৃত সাফল্য অর্জনে আমি বিশ্বাসী। কোহ্-ই-নূর ওম্যান্স জোনকে সেরা ব্র্যান্ড হিসেবে দাড়া করতে চাই। বিদেশির সাথে সাথে দেশি প্রোডাক্টস নিয়ে ও কাজ করার ইচ্ছে আছে। শুধু একা নয়, নিজের সাথে সাথে আরো দশজন নারীকে সাথে নিয়ে এগোতে চাই। পিছুটান, প্রতিবন্ধকতা, অসহযোগিতা কে জয় করে একদিন জিতে যাবো, এটাই প্রকৃত ইচ্ছা। ইনশাআল্লাহ।
শাহ আওরঙ্গজেবা নূর বিদৌরা। কোহ্-ই-নূর ওম্যান্স জোন এ্যন্ড শাড়ি'স বাই কোহ্-ই-নূর এর সিইও। মূলত অনলাইন ভিত্তিক ইমপোর্টেড বিজনেস করে থাকেন। ইন্ডিয়ান সব এক্সক্লুসিভ ড্রেস, শাড়ী, জুয়েলারির সমাহার রয়েছে এই পেজে।
শাহ আওরঙ্গজেবা নূর বিদৌরা বলেন, এক্সক্লুসিভ এবং ব্র্যান্ডেড আইটেমগুলো ক্রেতার কাছে খুবই স্বল্প দামে এনে দেয়াটাই মূল লক্ষ্য। পাকিস্তানী ড্রেসগুলো ও কোয়ালিটি সম্পন্নভাবে এনে দেয়ার চেষ্টা করছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধীরে ধীরে হলেও ক্রেতার বিশ্বাসটা অর্জন করতে পারছি।
তিনি বলেন, বেশ কিছু প্রবাসী বাঙালি রেগুলার ক্রেতা আছেন, যারা নিজেরাই হোয়াটসঅ্যাপ-এ গ্রুপ খুলে আমাকে অ্যাড করে নিজেদের চাহিদা অনুযায়ী কালেকশন দেখছেন এবং ক্রয় করছেন। এভাবেই দেশের গন্ডির বাইরেও ক্রেতাদের চাহিদা পূরণে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ।
এই সিইও জানান, যারা নতুন বিসনেস করতে কাছে অথবা ছোট বুটিক হাউস দিয়ে শুরু করতে কাছে, তাদের কেও হোলসেল এ খুবই সামান্য প্রফিট এ প্রোডাক্টস এনে দেয়ার চেষ্টা করছি। যাতে ছোট করে হলেও তারা শুরু করতে পারেন এবং নিজের পায়ে দাঁড়াতে পারেন।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আকাশ ছোয়া। খরগোশের মতো নয়, কচ্ছপের গতিতে, কিন্তু প্রকৃত সাফল্য অর্জনে আমি বিশ্বাসী। কোহ্-ই-নূর ওম্যান্স জোনকে সেরা ব্র্যান্ড হিসেবে দাড়া করতে চাই। বিদেশির সাথে সাথে দেশি প্রোডাক্টস নিয়ে ও কাজ করার ইচ্ছে আছে। শুধু একা নয়, নিজের সাথে সাথে আরো দশজন নারীকে সাথে নিয়ে এগোতে চাই। পিছুটান, প্রতিবন্ধকতা, অসহযোগিতা কে জয় করে একদিন জিতে যাবো, এটাই প্রকৃত ইচ্ছা। ইনশাআল্লাহ।
0 Comments