নায়িকা জলিকে নিয়ে গুজব

দীর্ঘ পাঁচ বছর প্রেম করে এবছরের মে’তে বাগদান করেছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা জলি। তবে বাদদানের পাঁচ মাস না পেরুতেই একটি গুঞ্জন শোনা যাচ্ছে। বলাবলি চলছে আরাফাত রহমানের সাথে বাগদান ভেঙে গেছে জলির। এ বিষয়ে অবশেষে মুখ খুললেন জলি।

তিনি বলেন, সম্পর্কে টানাপোড়েন চলার মানে এই না যে সম্পর্ক ভেঙ্গে গেছে। বাগদান ভাঙার খবর সম্পূর্ণ গুজব। আমি আর আরাফাত দু’জনই দু’জনকে ভালোবাসি।

উল্লেখ্য, ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অঙ্গার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন কিশোরগঞ্জের মেয়ে জলি। এরপর ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমা মুক্তি পায়। এছাড়া ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে।

Post a Comment

0 Comments