বিয়ে করেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। আর্ট গ্যালারির কর্মকর্তা ও প্রেমিক কুক মেরোনিকে বিয়ে ২৯ বছর বয়সী এ অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের বিলাসবহুল ম্যানসনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। এসময় অভিনেত্রীর পরণে ছিলো ডিওরের গাউন।
অনুষ্ঠানে সিয়েনা মিলার, সঙ্গীতশিল্পী অ্যাডেলে, অভিনেত্রী এমা স্টোন, অ্যামি শুমার ও ক্রিস জেনারসহ ১৫০ অতিথি উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের বিলাসবহুল ম্যানসনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। এসময় অভিনেত্রীর পরণে ছিলো ডিওরের গাউন।
অনুষ্ঠানে সিয়েনা মিলার, সঙ্গীতশিল্পী অ্যাডেলে, অভিনেত্রী এমা স্টোন, অ্যামি শুমার ও ক্রিস জেনারসহ ১৫০ অতিথি উপস্থিত ছিলেন।
0 Comments