সাকিব আল রোমান : মরিয়ম আক্তার। পরিচিতজনরা মারিয়াম বলেও ডাকে। তবে যে নামেই ডাকা হোক তিনি এখন একজন নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। স্যোসাল মিডিয়ায় তার পেজটির নামকরণ করা হয়েছে মরিয়ম'স ম্যাজিক। এবার ড্রেসিং টেবিলের স্পন্সর হয়েছেন।
সম্প্রতি এই প্রতিবেদকের সাথে কথা বলেছেন মরিয়ম'স ম্যাজিক এর সিইও মরিয়ম আক্তার।
তিনি বলেন, কোন চিন্তা ভাবনা থেকে প্ল্যানিং নিয়ে শুরু করিনি। নিজের প্রবলেমের সলিউশন খুঁজতে গিয়ে হোমমেড অয়েলটা মেক করি। তখনো জানতাম না এটা সেল করবো, দুই মাস ইউজ করে খুব ভালো রেজাল্ট পেলাম।
তিনি আরও বলেন, এক্সাইটমেন্ট একটা গার্লস গ্রুপে শেয়ার করলাম, তারপর থেকে অনেক আপু আমার কাছ থেকে প্রোডাক্টটি কেনার আগ্রহ প্রকাশ করল, এভাবেই আমার যাত্রা শুরু, পুরোপুরি অপ্রত্যাশিত।
তিনি বলেন, আমার এখনো মনে আছে আমি অনেক চেষ্টা করতাম বিভিন্ন অনলাইনে অনেক আপুদের দেখতাম নিজের পায়ে দাঁড়াচ্ছে। কিছু না কিছু করছে! আমিও চাইতাম কিছু যদি কিছু করতে পারতাম। আর আমার প্রথম ইনভেস্টমেন্ট মাত্র ছয়শত টাকা। যেটা আমার মা ও আমার শাশুড়ি বের করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক পেয়েছি। মহান আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমি অনেক লাকি। আমার শাশুড়ি, আম্মু ও আব্বু যাদের ছাড়া আমার কোন কিছুই পসিবল হতো না,
আমার কাজিন রিয়া আমার টোটাল বিজনেসের স্টার্টিং এর মেরুদন্ড। পেজ ওপেন থেকে শুরু করে যেকোনো সমস্যার সমাধান আমি ওর কাছে পেয়ে যেতাম। এক কথায় বলতে গেলে ওকে ছাড়া হয়তোবা স্টার্টিংটা এত সুন্দর অথবা কখনও হতোই না। আমার ছোট ভাই রিহাম বলতে গেলে আমার ব্যবসার পার্টনার। দেবর অভি টুকিটাকি অনেক আইডিয়া দিয়ে সহযোগীতা করেছে। সুদূর প্রবাস থেকেও যথেষ্ট সাপোর্ট করছে।
নারী উদ্যোক্তা বলেন, আমার স্বামী (আরিফ খান) বলে একজন সফল পুরুষের পিছনে অবশ্যই একজন নারী থাকে। আর আমি আজকে বলতে চাই এতটুকু সফলতার পেছনে আমার স্বামীর অনেক অবদান রয়েছে। নানান টিপস মোটিভেশন দিয়ে আমাকে সব সময় সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে। যদিও স্টার্টিং টা খুব স্বল্প ছিল, কিন্তু কখনো ছোট করে দেখেনি, বরং সব সময় গর্ববোধ করেছে। স্বপ্ন আছে অনেক দূর এগিয়ে যাওয়ার, সবার দোয়া এবং ভালোবাসা কামনা করি।
এই নারী উদ্যোক্তা জানান, আলহামদুলিল্লাহ বর্তমানে হোমমেড অয়েল এর পাশাপাশি হোমমেড হেয়ার প্যাক হোমমেড ফেসপ্যাক ও হোমমেড ক্রিম তৈরি করি। এছাড়াও আমার কাস্টমারদের বিশ্বস্ত হয়ে ওঠার কারণে তারা কিছু বিউটি প্রোডাক্টস আমার কাছ থেকে নিয়ে থাকে। বিউটি প্রোডাক্ট এর মধ্যে কোরিয়ান প্রোডাক্টস থাইল্যান্ডের প্রোডাক্ট এছাড়াও প্যারিস ইউরোপের ও ভালো মানের প্রোডাক্ট রাখছি, অর্থাৎ একই সাথে ঘরোয়া এবং কসমেটিক্স ভালো মানের প্রোডাক্ট রাখছি। যেটাকে সহজ কথায় বলতে গেলে নারীদের চাহিদা স্বরূপ সকল প্রোডাকট পাওয়া যায়।
তিনি আরও বলেন, আসলে পুরোটাই অপ্রত্যাশিত ছিল। কখনো ভাবিনি এই পর্যন্ত আসবো। অনেক ইচ্ছা ছিল নিজে কিছু করব সেটা সামান্য হোক তবে নিজের হবে। তারপর শুর করলাম ও এই পর্যন্ত আসতে পেরেছি। আশা আছে আরো দূর যাওয়ার।
মরিয়ম বলেন, আমি মনে করি আমার এই পর্যন্ত আসা সবটাই মহান আল্লাহ এবং আমার পরিবার আমার শশুর বাড়ি এবং বাবার বাড়ির অনেক অবদান রয়েছে। সকলেই সাপোর্ট করায় এখনো আশা আছে অনেকদূর এগিয়ে যাওয়ার।

0 Comments