আশ্চার্য হওয়ার মতো ঘটনা ঘটল ইউক্রেনে। এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল অভিযুক্তকে। অভিযুক্তের নাম ডিমিত্রি স্পাসকিন, যার বাড়ি ইউক্রেনের শেভচেনকোভো গ্রামে।এ ঘটনায় এখন উত্তপ্ত ইউক্রেন।
অভিযুক্ত স্পাসকিনের উলটে অভিযোগ, ২৫ বছরের ইভচেনকো তার স্ত্রীকে শারীরিক ভাবে হেনস্থা করেছে। স্থানীয় একটি রেস্তোরাঁয় স্পাসকিন, তার স্ত্রী এবং আরও কিছু বন্ধুবান্ধব পার্টি করতে জমায়েত হয়েছিলেন। সেখান থেকে স্পাসকিন একটু আগে বেরিয়ে যায়। আত তার স্ত্রীর বেরোয় আরও ঘণ্টাখানেক পরে। তারুপরই তার স্ত্রীকে ধাওয়া করে ইভচেনকো। নানাবিধ যৌনগন্ধী কথাবার্তা বলে তাকে উত্যক্ত করার চেষ্টাও করে।
স্পাসকিনের স্ত্রী ইভচেনকোর কথার কোনও উত্তর দেয় না। রীতিমতো এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাকে। এরপরই তীব্র ক্ষুব্ধ হয়ে স্পাসকিনের স্ত্রীয়ের উপর চড়াও হয় ইভচেনকো। তাঁর হাত ধরে জোর জবরদস্তি এক জায়গায় টেনে নিয়ে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে ইভচেনকো।
পুলিশের কাছে ইভচেনকো জানিয়েছে, আমার স্ত্রীর গলা টিপে ওঁকে ধর্ষণ করার চেষ্টা করছি। পুরো ব্যাপারটাই আমি নিজের চোখে দেখেছি। আর দেখেছি বলেই আমার স্ত্রীকে শেষমেশ ছাড়িয়ে আনতে পেরেছি।
অভিযুক্ত স্পাসকিনের উলটে অভিযোগ, ২৫ বছরের ইভচেনকো তার স্ত্রীকে শারীরিক ভাবে হেনস্থা করেছে। স্থানীয় একটি রেস্তোরাঁয় স্পাসকিন, তার স্ত্রী এবং আরও কিছু বন্ধুবান্ধব পার্টি করতে জমায়েত হয়েছিলেন। সেখান থেকে স্পাসকিন একটু আগে বেরিয়ে যায়। আত তার স্ত্রীর বেরোয় আরও ঘণ্টাখানেক পরে। তারুপরই তার স্ত্রীকে ধাওয়া করে ইভচেনকো। নানাবিধ যৌনগন্ধী কথাবার্তা বলে তাকে উত্যক্ত করার চেষ্টাও করে।
স্পাসকিনের স্ত্রী ইভচেনকোর কথার কোনও উত্তর দেয় না। রীতিমতো এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাকে। এরপরই তীব্র ক্ষুব্ধ হয়ে স্পাসকিনের স্ত্রীয়ের উপর চড়াও হয় ইভচেনকো। তাঁর হাত ধরে জোর জবরদস্তি এক জায়গায় টেনে নিয়ে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে ইভচেনকো।
পুলিশের কাছে ইভচেনকো জানিয়েছে, আমার স্ত্রীর গলা টিপে ওঁকে ধর্ষণ করার চেষ্টা করছি। পুরো ব্যাপারটাই আমি নিজের চোখে দেখেছি। আর দেখেছি বলেই আমার স্ত্রীকে শেষমেশ ছাড়িয়ে আনতে পেরেছি।

0 Comments