সেবার উদ্দেশ্য নিয়েই মাঠে নেমেছেন মেহের জান

সাকিব আল রোমান : মেহের জান। দ্য লাইফ স্টাইল নামক প্লাটফর্ম এর সিইও। একটি স্কিন কেয়ার সেবা প্রতিষ্ঠান যেখানে মেয়েদের স্কিনের যে কোন পন্য এবং ওজন কমানোর সামগ্রী রয়েছে। রয়েছে হোম ডেলেভারীর সুবিধাও (শুধুমাত্র মহিলাদের জন্য)।

মেহের জান জানান, ২০১৮ সালের ৩ মার্চ 'দ্য লাইফ স্টাইল' পেজের যাত্রা শুরু হয়। মূলত একটি স্কিন কেয়ার সেবা প্রতিষ্ঠান হিসেবেই পথচলা শুরু করি। এখানে মেয়েদের স্কিনের যে কোন পন্য এবং ওজন কমানোর সামগ্রী আছে। স্কিন সংক্রান্ত প্রয়োজনীয় সকল পন্য অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারিতে (শুধুমাত্র মহিলাদের জন্য) সুবিধা দেয়া হয়।

তিনি আরও বলেন, দ্য লাইফ স্টাইলকে স্কিন কেয়ার জোন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। যেন কম মূল্যে মেয়েরা তাদের প্রয়োজনীয় স্কিনের সকল পন্য ক্রয় করতে পারে। আমার কাছে নারীদের সেবাই মূল উদ্দেশ্য।

Post a Comment

0 Comments