সুপ্তির তৃপ্তি যেখানে

সাকিব আল রোমান : সালমা আক্তার সুপ্তি। ফ্রিলান্সার মেকআপ আর্টিস্ট। ব্রাইডাল মেকওভার ও রিসিপশন মেকওভারের জন্য সু-পরিচিত। টাচ আপ বাই সুপ্তি নামে একটি পেজ এর মাধ্যমে তিনি নিজের যোগ্যতা জানান দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। যার যাত্রা শুরু হয় ২০১৮ সালের ২রা জুন।

একজন মেকআপ আর্টিস্ট শিল্পের দক্ষতা এবং মেকআপ ব্যবহার করে মডেলের সৌন্দর্যকে আরো আকর্ষনীয় করে তোলেন। তাদের কাজ সাধারণত একজন ফটোগ্রাফার বা ফ্যাশন ডিজাইনার তত্ত্বাবধান করে থাকেন। চলচ্চিত্র, থিয়েটার, টেলিভিশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে মেকআপ শিল্পীদের বিশেষ ভূমিকা রয়েছে।

সালমা আক্তার সুপ্তি বলেন, বর্তমানে মেকওভার প্রফেশনে কম্পিটিশন অনেক বেশি। তবে আমি কাউকে নিজের প্রতিদন্দ্বি না ভেবে এখনো পর্যন্ত যেমন উন্নতমান বজায় রেখে নিজের কাজ আর প্রতিভা দিয়ে ক্লাইন্টের আস্থা ধরে রাখতে পেরেছি ভবিষ্যতেও এটা ধরে রাখতে চাই।

তিনি আরও বলেন, টাচ আপ বাই সুপ্তির পেজ থেকে ঢাকার ভিতরে ফ্রী হোম সার্ভিস দেয়া হয়। পার্টি মেকওভারও লোকেশন বুঝে করা হয়।

তরুণদের উদ্দ্যেশে তিনি বলেন, ক্যারিয়ারের শুরুতে একজন মেকআপ আর্টিস্টের কাজ দর্শকপ্রিয়তা পেতে অধিকাংশ ক্ষেত্রেই অনেক বেগ পেতে হয়। তবে সততার সাথে কাজ করলে, পেশাদারিত্ব এবং দক্ষতার সাথে ভাল ও সময়োপযোগী কাজ এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রয়োজন অনুযায়ী কাজের ভিন্নতা এনে কয়েক বছরের মধ্যেই ভালো আয় ও সুনাম অর্জনের সুযোগ রয়েছে।

ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সুপ্তি বলেন, ক্লাইন্টের আস্থা ধরে রাখাটাই আমার মূল উদ্দেশ্য। আর ভবিষ্যতে একটা বড় মেকআপ স্টুডিও দেয়ার সপ্নে প্রতিনিয়ত মনছবি আঁকি।

তার পেজটি ঘুরে আসতে আপনার ফেসবুক থেকে টাইপ করুন : Touch-up by supti

Post a Comment

0 Comments