সেই আশায় আছি

বস্তির পাশে খাবারের আশায় অসহায় মা কাঁদছে
ভিক্ষার থালা হাতে বৃদ্ধ বাবা যান্ত্রিক শহরে ঘুরছে
বাড়ি ফেরার পথে ধর্ষিতা হচ্ছে বোন
প্রতিবাদ করলে ভাইটি ভোরে হয়ে যাচ্ছে খুন!

টেকনোলজির যুগে আমার তকমা ডিজিটাল
অপমৃত্যুর খবর ছাড়া চাই একটি সকাল
বিকেল হলেও আপত্তি নেই, রাত্রী হলেও চলে
শাসনের নামে টর্চার চালায়, সবাই একই দলে!
ছাত্র রাজনীতি বিভক্ত আজ নানান সংগঠনে
শিক্ষাগুরু লাঞ্চিত হলে কেউ রাখে না মনে।

সারাবছর জুতো পায়ে স্মৃতিসৌধে ঘুরেফিরে
একটি দিনই করছি পালন, লাখো শহীদের তরে!
বীরাঙ্গনারা করছে আজও অভাবের সংসার
প্রকৃত মৃক্তিযোদ্ধারা পায় না কেন তাদের পুরস্কার?


আজও রিফাত শরীফ খুন হয় প্রকাশ্য দিবালোকে
তনু হত্যার কারণ বলতে লজ্জা লাগে মুখে
দেশের টাকা পাচার করে হচ্ছে কোটিপতি
কালো টাকায় বড় নেতা রাজাকারের নাতি!

সন্তান হারা নিঃস্ব পরিবার আছে সঠিক বিচারের আশায়
সেভেন মার্ডার করার পরেও বিজয় চিহ্ন দেখায়!
অপরাধীর পক্ষে উকিল না চাইতেও লড়ে
মিন্নির বেলায় যায় না উকিল প্রভাবশালীর ডরে

ট্রাজেডির পরে ট্রাজেডি, আত্মচিৎকার প্রতিনিয়ত দেখি
ফেসবুকেতে বন্দি মোরা, রঙে-ঢঙের স্ট্যাটাসে টাইমলাইনে লেখি
মাই ডে আর প্রোফাইল পিকে বিভৎস ছবি দিয়ে
সরকারের উপর দোষ চাপিয়ে হাসি দাঁত কেলিয়ে।

১৭ কোটি মানুষের দেশে প্রতি স্থানেই ভীড়
কোথায় গেলো দামাল ছেলে, ৫২ আর ৭১ এর বীর?
সবকিছুই ফের বদলাবে যদি আমরা লড়তে জানি
অন্তরদৃষ্টি দিয়ে নিজেদের পরবর্তী প্রজন্ম মানি
উঁচু-নিচু বিভেদ ভুলে চলো এক পথে হাটি,
রাষ্ট্র একদা হবেই শান্ত সেই আশায় আছি...

-সাকিব আল রোমান

Post a Comment

0 Comments