সাকিব আল রোমান : ফেসবুক এক ধরনের অনলাইন ব্যবসা। বিশ্বের শীর্ষ ধনীগণের বেশীরভাগ অনলাইনভিত্তিক উদ্যোক্তা। তারা অনলাইন ব্যবহার করে বড়লোক হয়েছেন। এখান থেকেই বোঝা যায় অনলাইনভিত্তিক ব্যবসার ভবিষ্যৎ। অনলাইন একসময় টিভিকে ডিঙিয়ে মার্কেটিং এর প্রধান ক্ষেত্রে পরিণীত হয়ে যাবে। অনলাইন প্লাটফর্মে ফোকাস আসবে, কারণ এখনকার প্রজন্ম টিভি দেখার কাজও অনলাইনে সেরে ফেলেন।
নাহিদ হান্নান কেয়া। বাবার আদুরী ও মায়ের আল্লাদী রমণী। তেমনই একজন নারী উদ্যোক্তা। নারায়ণগঞ্জের আলো-বাতাসে বেড়ে ওঠা এই রমণী ইস্টার্ন ইউনিভার্সিটিতে 'ল পড়ছেন। গত পাঁচ বছর যাবৎ লড়াই করছেন নিজেকে প্রতিষ্ঠিত করার। ফেসবুক পেজ 'ক্ল্যাসি ফ্যাশন' নামক একটি প্লাটফর্ম থেকে তিনি এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আমি খুব কম সময় দেই আমার বিজনেসে। তবে ছেড়ে যেতে পারিনি। অনেক বড় করার ইচ্ছাটা আজও তাড়া করে বেরায়। বাবা বিজনেসম্যান, এখানে হয়তো টার্ন বেশী অনুভব করি। তবে, আরো অনেকেই আছেন যারা আমাকে প্রচন্ড ভালোবাসে। তাদের স্নেহ-মমতা আছে বলেই আজ আমি লড়াই করার সাহস পাচ্ছি।
তিনি আরও বলেন, আমি খুব ভালো নাচ করি। আমার প্রথম শখ ছিল একজন নৃত্যশিল্পী হবো। তবে, হয়ে ওঠেনি। আমাদের সমাজে চাইলেই অনেককিছু করা সম্ভব হয় না।
নতুনদের উদ্দ্যেশে কেয়া বলেন, ফেসবুক ব্যবসাতে আপনার কাস্টমারের সাথে সুন্দর সম্পর্ক স্থাপনই আপনার ব্যবসার প্রধান পুঁজি। সুন্দর সম্পর্ক স্থাপন করার জন্য আপনাকে ধৈর্য সহকারে এগোতে হবে। কারন এটি দ্রুত সম্ভব নয়। গঠনমূলক ও তথ্য নির্ভর পোস্ট দিন, তাহলে কাস্টমারের নিকট পৌঁছাতে বেশী দেরী লাগবে না, পজিটিভ ফিডব্যাক পাবেন।
তিনি আরও বলেন, ব্যবসার একমাত্র মন্ত্র, লেগে থাকুন। ফেসবুক এখন খুব অভিজ্ঞ প্লাটফর্ম। ইউটিউবে ভিডিও দেখে মার্কেটিং এর অভিজ্ঞতা অর্জন করুন। ফেসবুক ব্যবসার পরিকল্পনা তৈরির অনেক ভিডিও আছে ইউটিউবে। দেরী নয়, শুরু করে দিন। স্বাবলম্বী হোন।
নাহিদ হান্নান কেয়ার বিজনেস পেজটি ঘুরে আসতে আপনার ফেসবুক থেকে টাইপ করুন : Classy fashion
নাহিদ হান্নান কেয়া। বাবার আদুরী ও মায়ের আল্লাদী রমণী। তেমনই একজন নারী উদ্যোক্তা। নারায়ণগঞ্জের আলো-বাতাসে বেড়ে ওঠা এই রমণী ইস্টার্ন ইউনিভার্সিটিতে 'ল পড়ছেন। গত পাঁচ বছর যাবৎ লড়াই করছেন নিজেকে প্রতিষ্ঠিত করার। ফেসবুক পেজ 'ক্ল্যাসি ফ্যাশন' নামক একটি প্লাটফর্ম থেকে তিনি এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আমি খুব কম সময় দেই আমার বিজনেসে। তবে ছেড়ে যেতে পারিনি। অনেক বড় করার ইচ্ছাটা আজও তাড়া করে বেরায়। বাবা বিজনেসম্যান, এখানে হয়তো টার্ন বেশী অনুভব করি। তবে, আরো অনেকেই আছেন যারা আমাকে প্রচন্ড ভালোবাসে। তাদের স্নেহ-মমতা আছে বলেই আজ আমি লড়াই করার সাহস পাচ্ছি।
তিনি আরও বলেন, আমি খুব ভালো নাচ করি। আমার প্রথম শখ ছিল একজন নৃত্যশিল্পী হবো। তবে, হয়ে ওঠেনি। আমাদের সমাজে চাইলেই অনেককিছু করা সম্ভব হয় না।
নতুনদের উদ্দ্যেশে কেয়া বলেন, ফেসবুক ব্যবসাতে আপনার কাস্টমারের সাথে সুন্দর সম্পর্ক স্থাপনই আপনার ব্যবসার প্রধান পুঁজি। সুন্দর সম্পর্ক স্থাপন করার জন্য আপনাকে ধৈর্য সহকারে এগোতে হবে। কারন এটি দ্রুত সম্ভব নয়। গঠনমূলক ও তথ্য নির্ভর পোস্ট দিন, তাহলে কাস্টমারের নিকট পৌঁছাতে বেশী দেরী লাগবে না, পজিটিভ ফিডব্যাক পাবেন।
তিনি আরও বলেন, ব্যবসার একমাত্র মন্ত্র, লেগে থাকুন। ফেসবুক এখন খুব অভিজ্ঞ প্লাটফর্ম। ইউটিউবে ভিডিও দেখে মার্কেটিং এর অভিজ্ঞতা অর্জন করুন। ফেসবুক ব্যবসার পরিকল্পনা তৈরির অনেক ভিডিও আছে ইউটিউবে। দেরী নয়, শুরু করে দিন। স্বাবলম্বী হোন।
নাহিদ হান্নান কেয়ার বিজনেস পেজটি ঘুরে আসতে আপনার ফেসবুক থেকে টাইপ করুন : Classy fashion

0 Comments